নূর হোসেন দিবসে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন

Date: 2024-11-10
news-banner
শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। রোববার ভোর থেকে এই শ্রদ্ধা নিবেদন চলছে।

যেসব সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে তাদের মধ্যে অন্যতম হলো-বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাম গণতান্ত্রিক জোট, বাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক ছাত্র জোট, ছাত্র ফোরাম, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, জাতীয় গণফ্রন্ট, জাতীয় গণফ্রন্ট ও নাগরিক ঐক্য।

অন্যদিকে আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে রোববার ‘গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ নভেম্বর জিরো পয়েন্টে আসার ডাক’ কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি প্রতিরোধে একই জায়গায় পাল্টা গণজমায়েত ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রাতেই রাজধানীর জিরো পয়েন্টে অবস্থান নেন শতাধিক ছাত্র-জনতা।
image

Leave Your Comments