মস্কোতে স্মরণকালের সবচেয়ে বড় হামলা

Date: 2024-11-11
news-banner
২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার রাজধানীতে ইউক্রেন বাহিনীর সবচেয়ে বড় ড্রোন হামলা ছিল এটি। এ ঘটনায় শহরের তিনটি প্রধান বিমানবন্দর থেকে ৩৬টি ফ্লাইটকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।

বিমান প্রতিরক্ষাব্যবস্থা রবিবার পশ্চিম রাশিয়ার অন্যান্য অঞ্চলে আরো ৫০টি ড্রোন ধ্বংস করেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘রাশিয়ার ভূখণ্ডে সন্ত্রাসী হামলা চালালেও কিয়েভ সরকার ব্যর্থ হয়েছে।’ রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি বলেছে, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকভস্কির বিমানবন্দরগুলো কমপক্ষে ৩৬টি ফ্লাইট ঘুরিয়ে দিয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার কাজ শুরু করেছে বিমানবন্দরগুলো। মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলায় পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে রাশিয়াও ইউক্রেনে রবিবার থেকে সোমবার পাল্টা ১৪৫টি ড্রোন পাঠিয়েছে বলে দেশটি জানিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির মতে, এই সংখ্যা আগের যেকোনো একক রাতের হামলার চেয়ে বেশি। কিয়েভ বলেছে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা রাশিয়ার ছোড়া ৬২টি ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেন আরো জানায়, রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি অস্ত্রাগারে তারা আক্রমণ করেছে।
image

Leave Your Comments