কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে প্রথমবারের মতো একজন কিশোরের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। গত শনিবার এইচ৫ বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়েছে ওই কিশোরের। প্রাদেশিক স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশু হাসপাতালে ওই রোগীর চিকিৎসা চলছে। সরকারি কর্মকর্তারা জানান, এ পর্যন্ত প্রদেশটিতে আর কোনো এইচ৫ বার্ড ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
শনাক্ত হওয়া কিশোর খুব সম্ভবত কোনো পশু বা পাখির মাধ্যমে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সংক্রমণের উৎস এবং এই রোগীর সংস্পর্শে কেউ এসেছে কি না, সে ব্যাপারে তদন্ত চলছে।
ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের শীর্ষস্থানীয় চিকিৎসক বনি হেনরি বলেন, ‘এটি বিরল ঘটনা। ব্রিটিশ কলাম্বিয়ায় এইচ৫ বার্ড ফ্লুতে কারো আক্রান্ত হওয়ার ঘটনা এটি প্রথম।
কানাডার স্বাস্থ্যমন্ত্রী মার্ক হল্যান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, জনসাধারণের জন্য ঝুঁকি এখনও কম। এর আগে কানাডার বাইরে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে খুব অল্পসংখ্যক এমন রোগী শনাক্ত হয়েছেন।
এইচ৫ বার্ড ফ্লু বন্য পাখিদের মধ্যে বিশ্বব্যাপী বিস্তৃত এবং এটি পোল্ট্রি ও মার্কিন গরুর খামারে প্রাদুর্ভাব ঘটাচ্ছে।
সম্প্রতি মার্কিন গরু ও পোল্ট্রি কর্মীদের মধ্যে কয়েকটি মানব সংক্রমণের ঘটনা ঘটেছে। তবে যদি এমনটি ঘটে তাহলে মহামারি দেখা দিতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
নভেম্বরের শুরুর দিকে মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বার্ড ফ্লুতে আক্রান্ত প্রাণীর সংস্পর্শে আসা খামার কর্মীদের, এমনকি লক্ষণ না থাকলেও ভাইরাস পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।