ইরানিদের উদ্দেশে নেতানিয়াহুর বার্তা

Date: 2024-11-13
news-banner
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি জনগণের প্রতি এই বার্তা দিয়েছেন।

ইরানে নারীদের অধিকার আন্দোলনের বিষয়ে ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, ‘আমি আপনাদের যে কথা বলতে চাই তা হলো, আপনাদের স্বপ্নগুলো নষ্ট হতে দেবেন না। আমি ফিসফিস করে শুনতে পাই, নারী, জীবন, স্বাধীনতা।

তিনি আরো বলেন, ‘আশা হারাবেন না এবং জেনে রাখুন ইসরায়েল ও মুক্ত বিশ্বের অন্যরা আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আছে।’

নেতানিয়াহু তার বার্তায় ইসরায়েলের ওপর ইরানের গত ১ অক্টোবর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেন, ‘এতে আপনাদের প্রায় ২৩০ কোটি ডলার পরিমাণ ‘মূল্যবান অর্থ’ খরচ হয়ে গেছে, কিন্তু ইসরায়েলের সামান্যই ক্ষতি হয়েছে।’ ইসরায়েলও গত ২৬ অক্টোবর ইরানের ওপর পাল্টা আঘাত করেছিল।

নেতানিয়াহু বলেন, ইরান যদি অবাধ হতো এবং সেখানকার তহবিলগুলো যুদ্ধ খাতে খরচ না করে শিক্ষা, রাস্তাঘাট, পানি ও হাসপাতাল খাতে খরচ করা হতো, তাহলে ইরানের মানুষের জীবন অন্যরকম হতে পারত।

তিনি বলেন, ‘কিন্তু খামেনির সরকার আপনাকে (জনগণ) প্রতিদিনই এড়িয়ে যাচ্ছে। তারা ইরানকে গড়ে তোলার পরিবর্তে ইসরায়েলকে ধ্বংস করার জন্য উন্মাদনা পোষণ করে। আমি জানি আপনারা এই যুদ্ধ চান না।
image

Leave Your Comments