সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা মুহাম্মাদ সাইফুল্লাহ

Date: 2024-11-17
news-banner
জনপ্রিয় ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি বুকে, চোখে ও পিঠে গুরুতর আঘাত পেয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় আনা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) তার ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পেজে জানানো হয়েছে, সাইফুল্লাহ বুকে, চোখে ও পিঠে আঘাতপ্রাপ্ত হন। তার জ্ঞান ফিরেছে। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি এখন আশঙ্কামুক্ত আছেন। তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।

আরো জানানো হয়েছে, তাকে নিয়ে নানান ধরনের সংবাদ ছড়িয়ে পরায় অনেকেই আতঙ্কিত হচ্ছেন। তার চিকিৎসার পরের আপডেট জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার সুবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেলপ্রাপ্ত হন। একই প্রতিষ্ঠান থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন এবং সেখানে পিএইচডি গবেষণারত।
image

Leave Your Comments