৭ গোলে জার্মানির রেকর্ড

Date: 2024-11-17
news-banner
নেশন্স লিগে জয় পেয়েছে জার্মানি। তাদের জালে বল পাঠিয়েছে ৭ বার! ৭-০ গোলের জয়ে ‘এ’ লিগের গ্রুপ তিনের শীর্ষস্থানও নিশ্চিত হয়েছে। আগের ম্যাচে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা জার্মানির হাতে আছে আরও একটি ম্যাচ। 
একই গ্রুপ থেকে নেদারল্যান্ডসও শেষ আট নিশ্চিত করেছে। হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়েছে তারা। ১৩ পয়েন্ট নিয়ে জার্মানি আছে শীর্ষে। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস। জার্মানির ৭-০ গোলের জয় নেশন্স লিগের ৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ। দুই মিনিটের মাথায় জশুয়া কিমিচের ক্রস থেকে হেড করে জাল কাঁপান মুসিয়ালা। ২৩ মিনিটে জার্মানির হয়ে নিজের প্রথম গোলটি করেছেন টিম ক্লাইনডিয়েনস্ট। বিরতির আগে কাই হাভার্টজ আরও একটি গোল করলে ম্যাচটা নিজেদের আয়ত্তে আনে জার্মানি। ততক্ষণে তছনছ বসনিয়ার রক্ষণ।  বিরতির পর জার্মানি আরও চেপে বসে। ৫০ ও ৫৭ মিনিটে গোল উৎসবে যোগ দেন ফ্লোরিয়ান ভির্টজ। ৬৬ মিনিটে ষষ্ঠ গোলটি করেছেন লেরয় সানে। ১০ মিনিট বাকি থাকতে বসনিয়ার দুঃখ আরও বাড়িয়ে দেন ক্লাইনডিয়েনস্ট। নিজের দ্বিতীয় গোলটি তুলে নিলে রেকর্ড জয় নিশ্চিত হয় জার্মানির। 
image

Leave Your Comments