অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই পাকিস্তান

Date: 2024-11-19
news-banner
সোমবার হোবার্টে সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ১৮ দশমিক ১ ওভারে ১১৭ রানেই অলআউট হয়ে যায় তারা। জবাব দিতে নেমে অজিরা জয় নিশ্চিত করেন মাত্র ১১ দশমিক ২ ওভারে, ৭ উইকেট হাতে রেখে। তাতে তিন ম্যাচের সিরিজে ৩-০ তে ধবলধোলাই হলো পাকিস্তান। টি-টোয়েন্টিতে কোনো সিরিজে এই প্রথম পাকিস্তানকে এই লজ্জা দিলো অস্ট্রেলিয়া।
এদিন শুরুতেই সাহিবজাদা ফারহানকে (৭) হারালেও ভালো শুরু পায় পাকিস্তান। বাবর আজম ও হাসিবুল্লাহ মিলে ৬ দশমিক ৪ ওভারে যোগ করেন ৬১ রান। ১৯ বলে ২৪ রানে হাসিবুল্লাহ ফিরলে ভাঙে জুটি। এরপর আর থিতু হতে পারেনি কেউ।
১ উইকেটে ৬১ থেকে ১৮ দশমিক ১ ওভারে ১১৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। যেখানে বাবরের ২৮ বলে ৪১ ছাড়া নেই বলার মতো কোনো স্কোর। ১২ বলে ১৬ রান করেন শাহিন আফ্রিদি। আগা সালমান, উসমান খানরা করেন হতাশ।
অজিদের হয়ে অ্যারন হার্ডি তিনটি এবং স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট পেয়েছেন এলিস ও বার্টলেট।
জবাব দিতে নেমে অজিরা তৃতীয় ওভারেই হারিয়ে ফেলে ম্যাথু শর্টকে (২)। আরেক ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ১১ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস খেললেও থিতু হতে পারেননি। ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক জশ ইংলিশ, ২৪ বলে করেন ২৭ রান।
তবে মার্কাস স্টয়নিস একাই দায়িত্ব কাঁধে তুলে নেন। ২৭ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। ট্রাভিস হেড অপরাজিত থাকেন ৭ রানে। মাত্র ১১ দশমিক ২ ওভারে পৌঁছে যায় জয়ের বন্দরে।
image

Leave Your Comments