পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ২৪ নভেম্বর দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন।
তবে তার ‘শেষ ডাক’র মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
কারাবন্দি ইমরান খান আইনজীবীদের মাধ্যমে আন্দোলনের ডাক দিয়ে জানান, শেহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট চুরি করেছে, নির্বিচারে সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে।
এছাড়া সংবিধানের ২৬তম সংশোধনীর মাধ্যমে ‘স্বৈরাচারী সরকারের ভিত্তি’ শক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ইমরান। আর এগুলোর বিরুদ্ধেই আন্দোলনের ডাক দিয়েছেন তিনি।