টানা পাঁচ ম্যাচ হেরে বিশ্বকাপে সেমির স্বপ্ন শেষ বাংলাদেশের। বিশ্বকাপ শুরুর আগেে থেকেই ব্যাটিং অর্ডার পরিবর্তন করে খেলছিল বাংলাদেশ। বিশ্বকাপেও এর ব্যতিক্রম কিছু ঘটেনি। একের পর এক ম্যাচে ব্যাটারদের অর্ডার পরিবর্তন করেছে টিম ম্যানেজমেন্ট। এ নিয়ে অনেক সমালোচনা হলেও পরিবর্তন বন্ধ হয়নি। ব্যাটিং দুর্দশার মাঝে একমাত্র আস্থার প্রতিদান দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রতিটি ম্যাচেই তার ব্যাটিং পজিশন নিয়ে হয়েছে নানা পরীক্ষা-নিরীক্ষা। এবার ভরাডুবির পর অন্তত রিয়াদকে নির্দিষ্ট পজিশনে ব্যাটিং করার আকুতি জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচে ছয় নম্বরে নেমে শতক করা মাহমুদউল্লাহর ব্যাটিং অর্ডারের উন্নতি তো হয়নি, উল্টো গতকাল শনিবার (২৮ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে নেমেছেন সাত নম্বরে। প্রতি ম্যাচে ব্যাটিং অর্ডারে এমন পরিবর্তন নিয়ে বিরক্ত পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
পাকিস্তানি টিভি চ্যানেল ‘এ স্পোর্টস’ এর শো দ্য প্যাভিলিয়নের আলোচনায় আকরাম বলেন, ‘বাংলাদেশের সমর্থকদের জন্য আমার খারাপ লাগে। দয়া করে মাহমুদউল্লাহকে ওপরে খেলাও। আপনার মিডল অর্ডার যখন ব্যর্থ হচ্ছে, তখন প্রধান ব্যাটসম্যানকে চারে কিংবা পাঁচে খেলান। জানি না টিম ম্যানেজমেন্ট কী ভাবছে। কেন মাহমুদউল্লাহ সাত নম্বরে, আশা করি, কেউ এর কারণটা আমাকে ব্যাখ্যা করবে। যদি তিন উইকেট চলে যায়, মাহমুদউল্লাহকে পাঠাও, এক প্রান্ত আটকে দেবে।’
অন্যদিকে, অধিনায়ক সাকিব এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের দলটা এমন, অনেকের সীমাবদ্ধতা আছে। ব্যাটিং বলেন, বোলিং বলেন, বিভিন্ন সময়ে বোলিং করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না, বিভিন্ন পজিশনে ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি অন্তত চাই, সবাই যার যার জায়গায় যাবে এবং পারফর্ম করবে। পারফর্ম করলে এসব বিষয় সামনে আসতো না।’
বিশ্বকাপের আগেও রিয়াদের দলে জায়গা পাওয়া নিয়ে কম নাটকীয়তা হয়নি। শেষমেশ দলে জায়গা পেয়েই দিয়েছেন আস্থার প্রতিদান। মাহমুদউল্লাহ তার ক্যারিয়ারে ৪টি শতক করেছেন, যার সব কটিই আবার আইসিসির প্রতিযোগিতায়।