আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার নাম বদলে দিচ্ছে রাজ্যের বিজেপি সরকার। করিমগঞ্জ জেলার নাম পাল্টে ‘শ্রীভূমি’ রাখার সিদ্ধান্ত নিল আসাম মন্ত্রিসভা। বাংলাভাষী এলাকা হিসাবে পরিচিত বরাক উপত্যকার তিনটি জেলার অন্যতম করিমগঞ্জ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, এই জেলার নাম পাল্টে দেওয়া হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ জেলার নাম বদল করা হচ্ছে। আর এই কথা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি ঘোষণা করেছেন যে, রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হচ্ছে। হিমন্ত বিশ্বশর্মা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘১০০ বছরেরও বেশি আগে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসামের আধুনিক করিমগঞ্জ জেলাকে ‘শ্রীভূমি’—মা লক্ষ্মীর ভূমি হিসাবে বর্ণনা করেছিলেন। আজ আসাম মন্ত্রিসভা আমাদের জনগণের এই দীর্ঘদিনের দাবি পূরণ করেছে।’ এর সঙ্গে বিশ্বশর্মা একটি ছবিও এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন। শেয়ার করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'শ্রীভূমি জেলার মানুষের প্রত্যাশা ও স্বপ্নের প্রতিচ্ছবি।’ বিজেপির কৃপানাথ মাল্লা করিমগঞ্জ আসনের বর্তমান সাংসদ। এই জেলার সিংহভাগ বাসিন্দা মুসলিম সম্প্রদায়ের। আসামের বাকি দুই বাংলাভাষী প্রধান জেলা হলো কাছাড় ও হাইলকান্দি।ইতিমধ্যেই করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি করা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই জেলায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজেই এদিন জানিয়ে দেন, শুধু করিমগঞ্জ নয় আভিধানিক অর্থ নেই এমন আরও নাম বদলানো হবে। সূত্র : হিন্দুস্থান টাইমস