মঙ্গলবার প্রথমবারের মতো মার্কিন সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ব্যবহার করে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন । ওয়াশিংটন এর এক দিন আগেই এ ধরনের হামলার অনুমতি দিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকালে চালানো এই হামলায় পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং একটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনীয় সংবাদমাধ্যমেও মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। সামরিক সূত্রের বরাত দিয়ে তারা দাবি করেছে, এই হামলায় মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে ইউক্রেন সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, এই হামলা চালানো হয় স্থানীয় সময় মধ্যরাত ৩টা ২৫ মিনিটে। ধ্বংসাবশেষের কারণে সৃষ্ট আগুন দ্রুত নেভানো হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও দাবি করেছে মন্ত্রণালয়।
ইউক্রেনের সেনাবাহিনী এর আগে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি গোলাবারুদের গুদামে আঘাত হানার কথা নিশ্চিত করেছিল। তবে তারা এটিএসিএমএস ব্যবহারের কথা উল্লেখ করেনি।