পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত

Date: 2024-11-20
news-banner
 স্থানীয় সময় আজ বুধবার গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। আত্মঘাতী হামলাকারী তার নিজের বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটায়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর একটি নিরাপত্তা চৌকিতে এই বিস্ফোরণ ঘটে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে প্রাণঘাতী হামলার মধ্যে একটি এটি। পাকিস্তানি তালেবানের একটি বিচ্ছিন্ন অংশ ‘হাফিজ গুল বাহাদুর গ্রুপ’ একটি বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

তবে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, নিরাপত্তা কর্মীরা এই হামলার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে একটি অভিযান চালাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানে ২০২২ সালের নভেম্বর থেকে সহিংসতার বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানি তালেবান তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি নামেও পরিচিত।

এটি একটি পৃথক গোষ্ঠী কিন্তু তারা আফগানিস্তান তালেবানের মিত্র, যারা ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা দখল করে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে বেলুচিস্তান লিবারেশন আর্মিসহ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে একটি বড় সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন। প্রদেশের রাজধানী কোয়েটায় একটি ট্রেন স্টেশনে গত ৯ নভেম্বর আত্মঘাতী হামলার পর এই আদেশ দিয়েছিলেন তিনি।

একজন সিনিয়র প্রতিরক্ষা বিশ্লেষক এবং ইসলামাবাদ-ভিত্তিক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ খান বলেছেন, ২০২২ সাল থেকে পাকিস্তানে ‘জঙ্গি’ হামলায় ৯০০ জনের বেশি নিরাপত্তা বাহিনী নিহত হয়েছে।
image

Leave Your Comments