কারাগারে আটক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের পরিকল্পিত সমাবেশের আগে, রাজধানী ইসলামাবাদ বন্ধ করে দিচ্ছে সরকার। আগামী রবিবার পিটিআইয়ের ওই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে পাকিস্তানজুড়ে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা থেকে মোবাইল পরিষেবাও স্থগিত হতে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।
ইসলামাবাদে দুই মাসের জন্য পাঁচ বা তার বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ বা ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশে বাধা দিতে কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ জারি করেছে। এরপরপরই ইসলামাবাদে পৌঁছেছে পুলিশ ভ্যানগুলো। বেশ কয়েকটি রাস্তায় বেরিক্যাড দেওয়ার জন্য হাজার হাজার কন্টেইনার আনা হয়েছে রাজধানীতে।
এরই মধ্যে গুরুত্বপূর্ণ রুটগুলো রক্ষণাবেক্ষণের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয় মহাসড়ক এবং মোটরওয়ে পুলিশ।
পিটিআইয়ের বিক্ষোভ ছাড়াও বেলারুশের প্রেসিডেন্টে আলেকজান্ডার লুকাশেঙ্কোর আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর পাকিস্তান সফরের কথা রয়েছে। সে উপলক্ষেও রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ ও রেন্সার্স মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। তবে তিনি এখনও জনপ্রিয়। পিটিআই দাবি করে, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।