আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যহত করতে বিএনপি-জামায়াত তাদের চিরাচরিত সন্ত্রাসী রুপে আবারও ফিরে এসেছে। রাষ্ট্রকে জিম্মি করে ক্ষমতা দখলের চেষ্টা করছে তারা।
রোববার (২৯শে অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামায়াত আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড ফিরে এসেছে। বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী নয়। তারা এখন সন্ত্রাস ষড়যন্ত্রের পথ বেঁছে নিয়েছে। ২০১৪ সালের মত অন্ধকারের পথে যাত্রা শুরু করেছে বিএনপি-জামায়াত।
বিএনপির-জামায়াতের হামলার নিন্দা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধান বিচারপতির বাসায় এরকম হামলার নজির নেই।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের কর্মীরা পুলিশের উপর হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে। গণমাধ্যমের কর্মীদের উপর হামলা করেছে। তারা গণতন্ত্রের আদর্শে বিশ্বাসী নয় বলেই এরকম হামলা করতে পেরেছে। জনমনে বিএনপিকে নিয়ে যে আতঙ্ক ছিল তার প্রতিফলন ঘটিয়েছে বিএনপি নামক সন্ত্রাসী দল।
বিএনপি রাষ্ট্রকে জিম্মি করে যে কোনো উপায়ে ক্ষমতা দখলের পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি।