কিয়েভ মঙ্গলবার জানিয়েছে, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে আত্মসমর্পণ করা পাঁচজন ইউক্রেনীয় সেনাকে গুলি করে হত্যা করেছে।
যুদ্ধবিধ্বস্ত দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় প্রসিকিউটররা জানিয়েছেন, এই ঘটনা ১৩ নভেম্বর পেট্রিভকা গ্রামসংলগ্ন পোকরভস্ক জেলার কাছে ঘটেছিল। ওই অঞ্চলের প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়েছে, পাঁচজন ইউক্রেনীয় সেনা পিছু হটে একটি বাড়িতে লুকিয়ে ছিলেন।
পরে শত্রুরা বাড়িটি ঘেরাও করে। এক পর্যায়ে রুশ সেনারা তাদের বন্দি করে। নিরস্ত্র অবস্থায় বাড়ি থেকে বের হয়ে মাটিতে শোওয়ার জন্য তাদের বাধ্য করা হয়। এরপর রুশ সেনারা তাদের গুলি করে হত্যা করে।
দোনেৎস্ক অঞ্চলের প্রসিকিউটর অফিস এ ঘটনায় তদন্ত শুরু করার কথা জানিয়েছে। অন্যদিকে মস্কোর পক্ষ থেকে এই অভিযোগের জন্য তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
রুশ বাহিনী ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ করছে। মস্কো ও কিয়েভ—উভয় পক্ষই একে অপরের সেনা সদস্যদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে।
ইউক্রেনের মানবাধিকারবিষয়ক ন্যায়পাল দিমিত্রো লুবিনেটস জানিয়েছেন, তিনি এই অভিযোগগুলোর বিষয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সঙ্গে যোগাযোগ করেছেন।
জাতিসংঘ গত বছর জানিয়েছিল, ‘যুদ্ধবন্দিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের বহু ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে রুশ ও ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের বিরুদ্ধে সার্বিক হত্যার মতো ঘটনার অন্তর্ভুক্ত রয়েছে।’