কিংস্টন টেস্টে বাংলাদেশের ২১১ রানের লিড

Date: 2024-12-03
news-banner
 ওয়েস্ট ইন্ডিজকে তাদের প্রথম ইনিংসে ১৪৬ রানে অলআউট করে প্রথম ইনিংসেই ১৮ রানের লিড পেয়েছিল মেহেদী হাসান মিরাজের দল। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় সেশনে মিরাজ ও সাদমান ইসলামের আক্রমণাত্বক ব্যাটিংয়ে সেই লিড বেড়ে দাঁড়ায় ১২৮। তৃতীয় সেশনে ২১.৪ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে লিডে আরও ৮৩ রান যোগ করেছে বাংলাদেশ। এর আগে দ্বিতীয় সেশনে ২০ ওভারে পড়েছে ২ উইকেট, রান উঠেছে ১১০।
সব মিলিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪১.৪ ওভারে ৫ উইকেটে ১৯৩ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। বাংলাদেশের লিড ২১১ রানের। ২৯ রানে ক্রিজে অপরাজিত জাকের আলী। ৯ রানে অন্য প্রান্ত আগলে রেখেছেন তাইজুল ইসলাম। ষষ্ঠ উইকেটে দুজনে ৪৭ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন। অসুস্থতার জন্য মুমিনুল হক আজ ব্যাটিংয়ে নামেননি। 

দ্বিতীয় সেশনে দারুণ ব্যাট করা সাদমানকে শেষ সেশনে খেলা শুরুর দ্বিতীয় ওভারে হারায় বাংলাদেশ। শামার জোসেফের করা স্টাম্পের বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটকিপার জশুয়া দা সিলভাকে ক্যাচ দেন ৮২ বলে ৪৬ রান করা সাদমান। এর মধ্য দিয়ে ভেঙেছে মিরাজের সঙ্গে তাঁর তৃতীয় উইকেটে ৭৪ বলে ৭০ রানের দারুণ এক জুটি।

দ্বিতীয় সেশনে দারুণ ব্যাট করা মিরাজও ফিরেছেন কিছুক্ষণ পরই। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ২৬তম এবং শেষ সেশনের ষষ্ঠ ওভারে আউট হন ৩৯ বলে ৪২ রান করা মিরাজ। এবারও শিকারি সেই শামার জোসেফ। লেগ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটকিপার সিলভাকে ক্যাচ দেন মিরাজ। মাঠের আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে তাঁকে ড্রেসিংরুমে ফেরত পাঠায় ওয়েস্ট ইন্ডিজ।
পাঁচে নামা লিটন দাসের সঙ্গে পঞ্চম উইকেটে খুব প্রয়োজনীয় এবং কার্যকর এক জুটি গড়েন জাকের আলী। তাঁদের ৫২ বলে ৪১ রানের জুটি ভেঙেছে ৩৪তম ওভারে জাস্টিন গ্রিভসের দারুণ এক অফ কাটারে। ১২ রানে শামারের বলে ‘জীবন’ পাওয়া লিটন গ্রিভসের অফ কাটার বুঝতেই পারেননি। ৩৪ বলে ২৫ রানে বোল্ড হন। এরপর সাতে নামা তাইজুল ও জাকের মিলে দিনের বাকিটা সময় পার করেন।
image

Leave Your Comments