দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এ মাসে অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত মাসের মতো ডিসেম্বরেও ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৫ টাকা। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে এটি কার্যকর হবে। আজ বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়া নিয়ে অভিযোগ আছে।
এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। গত নভেম্বরে ১২ কেজিতে দাম আগের মাসের তুলনায় ১ টাকা কমানো হয়েছিল। এক প্রশ্নের জবাবে বিইআরসির চেয়ারম্যান বলেন, শিগগিরই জ্বালানি তেলের দাম নির্ধারণের নীতিমালার খসড়া ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সবার মতামত নিয়ে এটি চূড়ান্ত করা হবে।