হোলি আর্টিজান মামলায় হাইকোর্টের রায় আজ

Date: 2023-10-30
news-banner

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে উগ্রবাদী হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর আজ সোমবার হাইকোর্টে রায়ের জন্য দিন ধার্য রয়েছে।

গত ১১ অক্টোবর শুনানি শেষে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন। রায় ঘোষণার পর জানা যাবে কোন আসামির বিরুদ্ধে কী দণ্ড।

সাত বছর আগে হোলি আর্টিজান বেকারিতে উগ্রবাদীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও ১৭ জন বিদেশী নাগরিকসহ ২২ জন নিহত হন।

এ ঘটনায় করা মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। রায়ে নব্য জেএমবির সাত সদস্যের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ। খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান।

গতকাল রোববার অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন সাংবাদিকদের জানান, বিচারিক আদালত যে রায় দিয়েছেন, আশা করি সে রায় বহাল থাকবে।

image

Leave Your Comments