শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। গত আসরের চ্যাম্পিয়নরা এবারও হাতছাড়া করতে চায় না শিরোপা। এখন পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও ফাইনালে আজ মুখোমুখি হয়েছে শক্তিশালী ভারতের।
অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশের যুবারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করবে তারা। খেলা শুরু বাংলাদেশ সময় এগারোটায়। বাংলাদেশের গায়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা থাকলেও, ভারতের ফাইনালে হারের নজির নেই। টুর্নামেন্টের সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়নও তারা। ফলে বৈভব সূর্যবংশীরা আজ হয়ে উঠেছেন গলার কাঁটা। এবারের আসরে অবশ্য দু’দলের কেউ অপরাজিত নয়। শ্রীলঙ্কার কাছে গ্রুপের শেষ ম্যাচ হারলেও, প্রথম দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে লাল-সবুজরা। অন্য দিকে গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হার দিয়ে আসর শুরু করা ভারত পরের দু’ম্যাচ জিতে সেমিতে পা দেয়। সেমিফাইনালে তারা শ্রীলঙ্কাকে হারিয়ে পা রাখে ফাইনালে।
বাংলাদেশ একাদশ
জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকী, মো: আজিজুল হাকিম (অধিনায়ক), মোহাম্মদ শিহাব জেমস, ফরিদ ফয়সাল, দেবাশীষ সরকার, সামিউন বাসির, মারুফ মৃধা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন।
ভারত একাদশ
আয়ুষ মাত্রে, বৈভব সূর্যবংশী, আন্দ্রে সিদ্ধার্থ সি, মোহাম্মদ আমান (অধিনায়ক), কেপি কার্তিকেয়া, নিখিল কুমার, হরবংশ সিং, কিরণ চোরমলে, হার্দিক রাজ, চেতন শর্মা, যুধাজিত গুহা।