ঐতিহাসিক সুযোগ পেয়েছে সিরীয়রা : বাইডেন

Date: 2024-12-09
news-banner
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদকে ‘জবাবদিহিতার আওতায়’ আনা উচিত বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন। তিনি এই রাজনৈতিক অস্থিরতাকে দেশ পুনর্গঠনের জন্য সিরিয়ানদের একটি ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবেও বর্ণনা করেছেন।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের কী হওয়া উচিত, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত।

২০০০ সালে বাবা হাফেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন আসাদ। হাফেজ ২৯ বছর ধরে সিরিয়া শাসন করেছিলেন, অনেকটা তার ছেলের মতোই শক্ত হাতে। তবে আসাদ উত্তরাধিকার সূত্রেই সিরিয়ায় একটি কঠোরভাবে নিয়ন্ত্রিত ও দমনমূলক রাজনৈতিক কাঠামো পেয়েছিলেন।

আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনের অবসান এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্যকে পুনরুজ্জীবিত করবে বলে আশা করা হচ্ছে। আসাদের পতন ইরানের প্রভাব বিস্তারের ক্ষেত্রে এটি আবারও একটি উল্লেখযোগ্য ধাক্কা। কারণ আসাদের অধীনে সিরিয়া, ইরান ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে সংযোগের অংশ ছিল।

তারা নিজেদের একটি জাতীয়তাবাদী শক্তি হিসেবে পুনর্গঠনের চেষ্টা করেছে। তাদের সাম্প্রতিক বার্তাগুলোর মধ্যেও একটি কূটনৈতিক ও সমঝোতামূলক সুর লক্ষণীয়।
image

Leave Your Comments