সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে। এই প্রক্রিয়া আগামীকাল (১০ ডিসেম্বর) থেকে শুরু হওয়ার কথা থাকলেও, ঠিক তার আগের দিন সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, এই স্থগিতাদেশের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি। তবে, সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পরে জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।