জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন

Date: 2024-12-10
news-banner
নিজেদের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। পুনর্গঠিত কমিটিতে আটজনকে যুগ্ম আহ্বায়ক, আটজনকে যুগ্ম সদস্যসচিব, পাঁচজনকে সহমুখপাত্র, চারজনকে যুগ্ম মুখ্য সংগঠক এবং ১৪ জনকে সংগঠক করা হয়েছে। এই ৩৯ জন বাদে জাতীয় নাগরিক কমিটির অন্যরা (৬৮ জন) কমিটিতে সদস্য হিসেবে থাকছেন।

আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের কথা জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে।’ শুরু থেকে নাসীরুদ্দীন ও আখতারের সঙ্গে কমিটির মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন সামান্তা শারমিন। সোমবার সন্ধ্যায় সারজিস আলমকে কমিটির মুখ্য সংগঠক পদে মনোনীত করা হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির পুনর্গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আটজনকে। তাঁরা হলেন আরিফুল ইসলাম আদীব, আলী আহসান জোনায়েদ, মনিরা শারমিন, সারোয়ার তুষার, মানজুর–আল–মতিন, তাসনিম জারা, আতিক মুজাহিদ ও আশরাফ উদ্দিন মাহদি। যুগ্ম সদস্যসচিব করা হয়েছে আটজনকে। তাঁরা হলেন আবদুল্লাহ আল–আমিন, এস এম সাইফ মোস্তাফিজ, রাফে সালমান রিফাত, অনিক রায়, নাহিদা সারওয়ার চৌধুরী, অলিক মৃ, মাহবুব আলম ও মাহমুদা মিতু।

কমিটিতে পাঁচজনকে সহমুখপাত্র করা হয়েছে। তাঁরা হলেন সালেহউদ্দিন সিফাত, মুশফিক উস সালেহীন, আরেফীন মোহাম্মদ হিজবুল্লাহ, তাহসীন রিয়াজ ও মোহাম্মদ মিরাজ মিয়া। যুগ্ম মুখ্য সংগঠক করা হয়েছে চারজনকে। তাঁরা হলেন মো. নিজাম উদ্দিন, আকরাম হুসেইন, এস এম শাহরিয়ার ও মোহাম্মদ আতাউল্লাহ। এ ছাড়া ১৪ জনকে করা হয়েছে সংগঠক। তাঁরা হলেন মশিউর রহমান, ফয়সাল মাহমুদ শান্ত, হাসান আলী, সাগুফতা বুশরা মিশমা, মেসবাহ কামাল মুন্না, প্রীতম দাশ, মাজহারুল ইসলাম ফকির, তানজিল মাহমুদ, সাইফুল্লাহ হায়দার, নাঈম আহমাদ, আবু সাঈদ লিওন, সাকিব মাহদী, জোবায়রুল হাসান আরিফ ও আলী নেছার খান।
জাতীয় নাগরিক কমিটির সদস্যসংখ্যা এখন ১০৭ জন। 
image

Leave Your Comments