ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ

Date: 2024-12-10
news-banner
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। একই মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এই ম্যাচে টাইগারদের সামনে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই। হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। 
২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। এই সময় ঘরের মাঠে দু’টি ও ক্যারিবীয় সফরে দু’টি সিরিজ জিতেছে টাইগাররা। তবে আজ হেরে গেলে সেই ধারাবাহিকতা ভাঙার শঙ্কা রয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। 
image

Leave Your Comments