দামেস্কে ডুকছে ইসরায়েলি ট্যাংক

Date: 2024-12-11
news-banner
ইসরায়েলি ট্যাঙ্কগুলো সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশ অতিক্রম করে দামেস্ক প্রদেশের কাছাকাছি স্থানে পৌঁছে গেছে।

সিরিয়ার গণমাধ্যম আল-আলমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ইহুদিবাদী সরকারের ট্যাঙ্কগুলো সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশ অতিক্রম করে দামেস্কের উপকণ্ঠে এসে পৌঁছেছে।

স্থানীয় সূত্র লেবাননের গণমাধ্যম আল-মায়াদিনকে জানিয়েছে, ইসরায়েলি ট্যাঙ্কগুলো দামেস্কের দক্ষিণ উপকণ্ঠে কাতনা শহর থেকে ৩ কিলোমিটারেরও কম দূরে রয়েছে যা দামেস্ক থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

বিমান বাহিনী সিরীয় সেনাবাহিনীর অবশিষ্ট সরঞ্জামগুলোকে ব্যাপকভাবে ধ্বংস করছে এবং মোট কথা সিরিয়া জুড়ে তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে সিরিয়ার সরকারকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল।

সুলিভান এ প্রসঙ্গে বলেছেন, আমরা আসাদের সমর্থকদের দুর্বল করার জন্য একটি বিস্তৃত আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ ছিলাম। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারও ঘোষণা করেছেন যে সিরিয়ার সরকার উৎখাতের পর যুক্তরাষ্ট্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগের উপায় খুঁজছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সোমবার রাতে সিরিয়ার অবকাঠামোর উপর ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বারবার আগ্রাসন এবং সিরিয়ার গোলানের অন্য অংশ দখলের তীব্র নিন্দা করেছেন।

এদিকে, আরব পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ ইলিমাহি সোমবার এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনে সাহায্য করতে বলেছেন। এই বিবৃতিতে ইলিমাহি সিরিয়ার ভূখণ্ডে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর দখলদারিত্ব বন্ধের দাবি জানিয়েছেন।
image

Leave Your Comments