ধবলধোলাই থেকে বাঁচতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

Date: 2024-12-12
news-banner
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। ধবলধোলাই এড়াতে আজ সন্ধ্যায় আবারও মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৯৪ রানের লক্ষ্য ছুড়েও ৫ উইকেটের ব্যবধানে ম্যাচ হারে মেহেদী হাসান মিরাজের দল। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ টার্গেট ছুড়ে ২২৮ রানের। যার জবাব দিতে নেমে ৭৯ বল আগে ৭ উইকেটের বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

এমন হারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সিরিজ জয়ের কীর্তি ভেঙে গেছে বাংলাদেশের। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতেছিল টাইগাররা। এবারের হারে যা ভেঙে গেছে। প্রথম দুই ম্যাচে বাজে হারে তৃতীয় ম্যাচে জয় পাওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এ ম্যাচে তাই পরিবর্তন আসতে যাচ্ছে একাদশে তা একরকম নিশ্চিত। এক্ষেত্রে প্রথম দুই ম্যাচে খুব একটা রান না পাওয়া সৌম্য সরকার অথবা লিটন দাসের জায়গায় অন্য একজনকে দেখা যেতে পারে। এছাড়াও রিশাদ হোসেনের জায়গায় দেখা যেতে পারে নাসুম আহমেদকে।
image

Leave Your Comments