হেড-স্মিথের সেঞ্চুরির দুজনের ২৪১ রানের জুটির সুবাদে গ্যাবায় অস্ট্রেলিয়ার দাপট

Date: 2024-12-15
news-banner
আরও একবার ভারতের ভোগান্তির নাম ট্রাভিস হেড। অ্যাডিলেডে ১৪০ রানের ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান আজ ব্রিসবেনে করেছেন ১৫২ রান। তবে হেডেই সীমিত থাকেনি অস্ট্রেলিয়ার দাপট, স্টিভেন স্মিথও খেলেছেন তিন অঙ্কের ইনিংস। দুজনের ২৪১ রানের জুটির সুবাদে গ্যাবায় সুবিধাজনক অবস্থানে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

ভারতের প্রাপ্তি বলতে যশপ্রীত বুমরার ৫ উইকেট। তবে রোহিত শর্মার দলের জন্য বড় পরীক্ষাই অপেক্ষা করছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান এরই মধ্যে চার শ ছাড়িয়ে গেছে। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের রান ৭ উইকেটে ৪০৫।
image

Leave Your Comments