মেয়ের মা হলেন কোয়েল

Date: 2024-12-15
news-banner
সুখবর জানিয়েছে এক বিবৃতিতে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভরে যায় একের পর এক শুভেচ্ছাবার্তায়। অভিনেতা-অভিনেত্রী থেকে কোয়েলের ভক্তরা অভিনন্দন জানাতে থাকেন তাঁকে। 

অভিনেত্রীর প্রথম সন্তান কবীর। তাই পুত্রসন্তান জন্মের আগে নানা আপডেট ভাগ করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি ভাগ করেননি অভিনেত্রী। বিষয়টি একেবারেই পারিবারিক রেখেছিলেন তাঁরা।

কলকাতার গণমাধ্যম এই সময় এক প্রতিবেদনে জানাচ্ছে, নতুন অতিথি আসার খবরে সবচেয়ে বেশি খুশি নাকি একরত্তি কবীর। কোয়েলের ঘনিষ্ঠ সূত্রে খবর, প্রথম থেকে নাকি কবীর বলত তার ‘সিস্টার’ (বোন) চাই। তাই বোনকে পেয়ে আনন্দে আত্মহারা সে। সকলেই তাকে দাদা হয়ে ওঠার জন্য বিশেষভাবে শুভেচ্ছাও জানাচ্ছে। একইসঙ্গে জানা গিয়েছে, ভালো আছেন মা ও সন্তান দু’জনেই।
image

Leave Your Comments