ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করতে সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন

Date: 2024-12-17
news-banner

ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করতে সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের বৈঠকে কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী ও সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ প্রস্তাবের কথা বলেন। আবদুল মুয়ীদ চৌধুরী জানান, সিনিয়র সহকারী সচিব থেকে যুগ্মসচিব পর্যন্ত পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা হবে। এছাড়া, ক‍্যাডারের পরিবর্তনের ক্ষেত্রেও পরীক্ষা নেয়া হবে। স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার না রাখার সুপারিশ করা হবে বলেও জানান তিনি। ৩১ ডিসেম্বরের মধ্যে সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দিতে কমিশন চেষ্টা করবে বলে জানিয়েছেন আবদুল মুয়ীদ চৌধুরী। বৈঠকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস-উর-রহমান জানান, নানা জনকল্যাণকর বিপ্লবী সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন। এসময়, ঘুষের দরজা বন্ধ করার আহ্বান জানান মোখলেস-উর-রহমান।

image

Leave Your Comments