টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে জুবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনার জের এসে পড়ল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, টঙ্গীর সংঘর্ষের ঘটনায় ভোর থেকে হাসপাতালে রোগীরা চিকিৎসা নিতে আসে। এ সময় হাসপাতালের ভিতরে ও চত্বরে দুই গ্রুপের মাঝে উত্তেজনা দেখা যায়। সেখানে মাওলানা জুবায়েরের অনুসারীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের বিরুদ্ধে। বুধবার (১৮ ডিসেম্বর) পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, টঙ্গীর ইজতেমার ময়দানে সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত একজনের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এই ঘটনায় ৩৫ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছে এদের মধ্যে সাতজনকে ভর্তি করা হয়েছে।