আজ ভোর ৪: ৩০ মিনিটের সময় ফেনী পরশুরাম রোডস্থ ফুলগাজী - আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়া নামক স্থানে, যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়ে সড়কের নিচে পড়ে যায়। বাসের সকল যাত্রীরাই পরশুরাম উপজেলার সলিয়া, চিথলিয়া, মির্জানগর, বক্সমাহমুদ ইউনিয়ন সহ ও পরশুরাম উপজেলার বিভিন্ন স্থানের। খোঁজ নিয়ে জানা গেছে বাসের অধিকাংশ যাত্রী মারাত্মক ভাবে হয়েছে। তারা বর্তমানে ফেনী সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে। ফেনী-পরশুরাম রোডের গতিপথ ড্রাইভার এর জানা না থাকায় বাসটি সড়ক দুর্ঘটনার শিকার হয় বলে জানা যায়।