রাশিয়ার কুরস্ক অঞ্চলের রাইলস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।
কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনশটেইন জানিয়েছেন, কিয়েভের সেনারা যুক্তরাষ্ট্রের তৈরি 'হিমার্স' ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হামলায় শহরের বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। একটি সংস্কৃতির ভবন, একটি প্রাথমিক বিদ্যালয় এবং রাইলস্ক এভিয়েশন কলেজের অন্তর্গত বসবাস ও অধ্যয়ন কোয়ার্টারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই হামলায় অ্যাপার্টমেন্ট ভবনের জানালাও ভেঙে গেছে এবং বেশ কয়েকটি ব্যক্তিগত বাড়ির পাশাপাশি ১৫ বা তার বেশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু আছে বলে ধারণা করা হলেও পরে জানা গেছে তারা সবাই প্রাপ্তবয়স্ক।
টেলিগ্রাম পোস্টে গভর্নর খিনশটেইন লিখেছেন, আজ যা ঘটেছে তা আমাদের সবার জন্য বড় ট্র্যাজেডি। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বারবার হামলার কারণে জরুরি পরিষেবাগুলোর কাজ জটিল হয়ে পড়েছে।
তিনি আত্মবিশ্বাস নিয়ে জানান, এই হামলার জন্য দায়ীরা প্রতিশোধের মুখোমুখি হবে। সমস্ত ধ্বংস হওয়া অবকাঠামোও মেরামত করা হবে।