দীর্ঘ দেড় দশক পরে নতুনভাবে আবারও যাত্রা শুরু করেছে দৈনিক আমার দেশ পত্রিকা। পূর্ব ঘোষণা আনুযায়ী পত্রিকাটি বাজারে আসার অপেক্ষায় ছিলেন পাঠকরা। হাতে পেতে তারা ছুটে যান পত্রিকা স্টলে। সত্য সংবাদ প্রকাশে আমার দেশ পূর্বের মতো ভূমিকা রাখবে এমন আশাবাদ তাদের। চাহিদা অনুযায়ী সরবরাহ করার অনুরোধ বিক্রেতাদের। এদিকে, পত্রিকা প্রকাশ হবার পর আমার দেশ কার্যালয়ে ভিড় বাড়ে শুভানুধ্যায়ীদের। সেখানে উদ্বোধন হয় পত্রিকাটির আনলাইনের। শুভ কামনা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। আগের মত আবারও ব্যতিক্রমী সব সংবাদ থাকবে বলে আশা রিপোর্টারদের।