দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো ওয়ানডেতে ধবলধোলাই করেছে পাকিস্তান

Date: 2024-12-23
news-banner
সাইম আইয়ুবের দুর্দান্ত এক সেঞ্চুরিতে পাওয়া এই জয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো ওয়ানডেতে ধবলধোলাই করেছে পাকিস্তান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জন্য এটি শুধু পাকিস্তানের কাছেই নয়, যেকোনো দলের বিপক্ষেই ওয়ানডেতে ঘরের মাঠে প্রথম ধবলধোলাই। বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান তোলে ৯ উইকেটে ৩০৮ রান। তাড়া করতে নেমে ৪২ ওভারে ২৭২ রানে গুটিয়ে ৩৬ রানে হারে প্রোটিয়ারা। গত মাসে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে হারিয়েছিলেন রিজওয়ানরা। তবে দলে চোটের হানাসহ নানা দিক বিবেচনায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-০ ব্যবধানের সিরিজজয় বিশেষ কিছু।

জবাবে দক্ষিণ আফ্রিকার হয়ে হাইনরিখ ক্লাসেন আগ্রাসী ব্যাটিংয়ে ৪৩ বলে ১২ চার ও ২ ছক্কায় ৮১ রান করলেও বাকিরা থিতু হতে পারেননি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন বচ। ফলে শেষ পর্যন্ত ২৭১ রানের বেশি সংগ্রহ করতে পারেনি স্বাগতিকেরা। পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিম নেন ৫২ রান দিয়ে ৪ উইকেট।
image

Leave Your Comments