রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ডে আহত ১০-১৫

Date: 2024-12-24
news-banner
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়ার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, প্রথমে ডি-ব্লকের একটি বসতঘরে আগুন লাগে। পরে তা আশপাশের বসতঘর ও স্থাপনায় দ্রুত ছড়িয়ে পড়ে। 

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরও তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।  

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসেন জানান, প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  
 
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এই ঘটনায় একটি শিশুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। আগুনে কয়েক শ বসতঘরসহ অন্যান্য স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। 

স্থানীয় ও প্রশাসনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দাদের জন্য এটি একটি বড় ধরনের বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে।
image

Leave Your Comments