নিহত হওয়া সেই ফায়ার সার্ভিস কর্মী রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের

Date: 2024-12-26
news-banner

নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম মো: সোহানুর জামান নয়ন।

তিনি রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। এর আগে দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে সচিবালয়ের দক্ষিণ দিকের ১ নম্বর ফটকের সামনের রাস্তায় ট্রাকটি তাকে চাপা দেয়। পরে ট্রাক ও ট্রাকের চালককে ধাওয়া করে আটক করেছে ঘটনাস্থলে থাকা লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্প পানির ব্যবস্থা করছিলেন। এ সময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক এসে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় মোট ১৮টি ইউনিট অগুন নিয়ন্ত্রেণ যোগ দেয়। তাদের সাথে যোগ দিয়েছে সেনা ও পুলিশ সদস্যরা।


image

Leave Your Comments