কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেল সমঝোতা-সংলাপ কমিটি

Date: 2024-12-26
news-banner
কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছে সমঝোতা-সংলাপ কমিটি। দেশটির সরকারের সঙ্গে প্রথম দফার আলোচনা সম্পর্কে ইমরানকে অবহিত করবেন তারা। বৃহস্পতিবার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, এ সপ্তাহের সোমবার দেশটির সরকারের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির (পিটিআই) নেতারা। সূত্র বলছে, বৈঠকে আলোচিত গুরুত্বপূর্ণ ইস্যু এবং দলটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে কথা বলবেন সমঝোতা কমিটির সদস্যরা। মঙ্গলবার আলোচনা প্যানেলের সরকারি অংশ সিনেটর ইরফান সিদ্দিকী ইমরানের সঙ্গে তার দলের পরামর্শ করার বিষয়ে অনুমোদন দেয়ার দু-দিন পরেই এ খবর জানা গেল। 

জিও নিউজ বলছে, পিটিআই এবং সরকারের মধ্যে কয়েক মাসের তীব্র রাজনৈতিক উত্তেজনার পর এ সপ্তাহের শুরুতে আলোচনায় বসেছে উভয় পক্ষ। বৈঠকে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ, সিনেটর ইরফান সিদ্দিকী, পিপিপি নেতা রাজা পারভেজ আশরাফ, নাভিদ কামার এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) নেতা ফারুক সাত্তার। পক্ষান্তরে পিটিআইয়ের প্রতিনিধিত্ব করেছেন- সাবেক এনএ স্পিকার আসাদ কায়সার, ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) চেয়ারম্যান সাহেবজাদা হামিদ রাজা এবং মজলিশ ওয়াহদাত-ই-মুসলিমীন আল্লামা রাজা নাসির আব্বাস। আগামী ২ জানুয়ারি দ্বিতীয় দফার বৈঠক করবেন উভয় পক্ষের নেতারা। সেখানে পিটিআই সরকারি দলের কাছে লিখিতভাবে তাদের দাবি উপস্থাপন করবেন বলে জানা গেছে।
image

Leave Your Comments