অভিষেকে আলো ছড়িয়েছেন ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কনস্টাস

Date: 2024-12-26
news-banner
চার ব্যাটার ফিফটির দেখা পেলেও অভিষেকে আলো ছড়িয়েছেন ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কনস্টাস। অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে ৬৫ বলে ৬০ রানের দর্শনীয় ইনিংসে অভিষেকটা স্মরণীয় করে তুলতে পেরেছেন। জসপ্রীত বুমার এক ওভারেই নিয়েছেন ১৮! হাফসেঞ্চুরিও ছুঁয়েছেন ৫২ বলে। যা অভিষেকে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরির নজির। টস জিতে দারুণ ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে তারা ৬ উইকেটে ৩১১ রানে প্রথম দিন শেষ করেছে।  
বেশিরভাগ সময় ভারতের ওপর দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। তবে শেষ সেশনে চার উইকেট তুলে ম্যাচে ফেরে সফরকারী দল। যার নেতৃত্বে ছিলেন বুমরা। ৭৫ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। একটি করে নিয়েছেন আকাশ দীপ, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।     
image

Leave Your Comments