প্রথমবারের মতো বিপিএল খেলতে শুক্রবার বাংলাদেশে এসেছেন পাকিস্তানের এই তারকা পেসার। ঢাকায় পা রাখার পরদিন শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশালের হয়ে অনুশীলনও সেরেছেন তিনি। পরে দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশি পেসারদের প্রশংসায় ভাসান আফ্রিদি।
তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে নিয়ে আলাদা করে এই পাক তারকা বলেন, ‘বাংলাদেশে এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার। তরুণ রানা অনেক ভালো করছে, উচ্চতা অনেক, গতিও বেশি। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে, লাল বলের (টেস্ট) ক্রিকেটও খেলবে তারা। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন।’
আসন্ন বিপিএল সামনে রেখে বিদেশি তারকা ক্রিকেটাররা আসতে শুরু করেছে। তবে সেই তারাকাদের মধ্যে অন্যতম বড় নাম আফ্রিদি। তবে তা মানতে নারাজ এই ক্রিকেটার। তার মতে, বাংলাদেশিরাই এখানে বড় তারকা।
প্রথমবারের মতো বিপিএল খেলতে শুক্রবার বাংলাদেশে এসেছেন পাকিস্তানের এই তারকা পেসার। ঢাকায় পা রাখার পরদিন শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশালের হয়ে অনুশীলনও সেরেছেন তিনি। পরে দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশি পেসারদের প্রশংসায় ভাসান আফ্রিদি।
তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে নিয়ে আলাদা করে এই পাক তারকা বলেন, ‘বাংলাদেশে এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার। তরুণ রানা অনেক ভালো করছে, উচ্চতা অনেক, গতিও বেশি। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে, লাল বলের (টেস্ট) ক্রিকেটও খেলবে তারা। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন।’
আসন্ন বিপিএল সামনে রেখে বিদেশি তারকা ক্রিকেটাররা আসতে শুরু করেছে। তবে সেই তারাকাদের মধ্যে অন্যতম বড় নাম আফ্রিদি। তবে তা মানতে নারাজ এই ক্রিকেটার। তার মতে, বাংলাদেশিরাই এখানে বড় তারকা।