বিপিএলের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর ইয়াসির আলী অপরাজিত ৯৪*

Date: 2024-12-30
news-banner
ইয়াসির আলি ও এনামুল হক বিজয়ের ব্যাটিং তাণ্ডবে দুরুন্ত রাজশাহীর রানের পাহাড়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৭ রানের পাহাড় গড়ে রাজশাহী।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। 

প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩.১ ওভারে দলীয় ২৫ রানেই দুই ওপেনারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় রাজশাহী।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির আলি। এই জুটিতে মাত্র ৮৭ বল মোকাবেলা করে ১৪০ রানের পার্টনারশিপ গড়েন তারা।


বিপিএলের গত আসরে ৫ ম্যাচে মাত্র ৫৪ রান করা  ইয়াসির আলি এদিন রীতিমতো তাণ্ডব চালান। তিনি ৪৭ বল মোকাবেলা করে ৮টি ছক্কা আর ৭টি চারের সাহায্যে ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলেন।

৫১ বলে চারটি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৬৫ রান করেন অধিনায়ক এনামুল হক বিজয়। ইয়াসির ও এনামুলের ব্যাটিং তাণ্ডবে ১৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ফরচুন বরিশাল।
image

Leave Your Comments