বিপিএলের ইতিহাসে ৫০তম ম্যাচে নেতৃত্ব দিলেন তামিম

Date: 2024-12-30
news-banner
পঞ্চম অধিনায়ক হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ৫০তম ম্যাচে নেতৃত্ব দেয়ার মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল।

সোমবার (৩০ ডিসেম্বর) থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বিপিএলের ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে নেতৃত্ব দিতে নেমেই রেকর্ড বইয়ে নাম তুলেন বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তামিমের আগে বিপিএলের ইতিহাসে অন্তত ৫০ ম্যাচে নেতৃত্ব দেয়ার মাইলফলক স্পর্শ করেছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। মাশরাফি ১০৫ ম্যাচে, সাকিব আল হাসান ৮৬ ম্যাচে, মাহমুদুল্লাহ ৮৫ ম্যাচে এবং মুশফিক ৮৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তামিম ৫০ ম্যাচে বিভিন্ন দলকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে ২৫টি করে জয় ও হার আছে।

image

Leave Your Comments