মধ্য গাজায় ঠাণ্ডায় জমে এক শিশুর মৃত্যু

Date: 2024-12-31
news-banner
শিশুটির যমজ ভাই আল-আকসা শহীদ হাসপাতালে সিসিইউতে ভর্তি রয়েছে বলে জানান তিনি। ২০ দিন বয়সী ওই শিশু প্রচণ্ড ঠাণ্ডার কারণে হাইপোথার্মিয়ায় ভোগার পর মৃত্যুবরণ করে।

ইসরাইলের বর্বর আগ্রাসনের মুখে গাজার ফিলিস্তিনি জনগণের খাদ্য, পানি এবং জ্বালানি সঙ্কটে পড়েছে। শীত মৌসুম শুরু হওয়ার পরও সেখানকার লোকজন যেমন খোলা জায়গায় তাঁবুর ভেতরে থাকতে বাধ্য হচ্ছে, তেমনি কোনো হিটিং ব্যবস্থা নেই। এতে ভয়াবহ কষ্টের মধ্যে পড়েছেন গাজার প্রায় ২৩ লাখ মানুষ।

এদিকে, গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, গতকাল ইসরাইলের দখলদার বাহিনী আল ওয়াফা হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায় যাতে অন্তত সাত ফিলিস্তিনি শহীদ এবং বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বার্শ জানান, ইসরাইলি হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আল-ওয়াফা হাসপাতালটি ঠিক করে আবার যখন রোগীদের চিকিৎসা সেবা দেয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন দখলদার বাহিনী এই হাসপাতালে গোলাবর্ষণ করেছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে হাসপাতালটি আবার চালু করা হবে বলে তিনি আশা করেন।

ইসরাইল চলমান আগ্রাসনে গাজা উপত্যকার হাসপাতালগুলোকে বিশেষভাবে টার্গেট করেছে। এতে ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজার মানবতা এখন বিপন্ন। প্রশ্ন উঠেছে, দখলদার ইসরাইলের এই বর্বরতার শেষ কোথায়? কবে হবে এর অবসান?
image

Leave Your Comments