ডিজেল-কেরোসিনের দাম লিটারে কমলো ১ টাকা

Date: 2025-01-01
news-banner
ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমানো হয়েছে। জানুয়ারি মাসের জন্য এ দাম নির্ধারণ করেছে সরকার। অপরিবর্তিত রয়েছে পেট্রোল-অকটেনের দাম। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জ্বালানি বিভাগ। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। প্রাইসিং ফর্মুলার অনুযায়ী জানুয়ারি  মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেল ও কেরোসিনের দাম কামানো হয়েছে। ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা এবং কেরোসিন তেলের দাম ১০৫ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা করা হয়েছে। অকটেন ১২৫ টাকা, পেট্রোল ১২১ টাকায় লিটার অপরিবর্তিত রয়েছে। বুধবার থেকে এ দাম কার্যকর হবে। 
image

Leave Your Comments