মেসি–নেইমার–এমবাপ্পেদের এবারও চ্যাম্পিয়নস লিগ জেতা হচ্ছে না

Date: 2023-02-15
news-banner
জার্মান ক্লাবটির কাছে পিএসজির হারের ম্যাচে শুরু থেকে খেলেছেন নেইমার ও লিওনেল মেসি। কার্লোস সোলেরের বদলি হিসেবে এমবাপ্পে ৫৭ মিনিটে নামলেও হার এড়াতে পারেনি পিএসজি। প্রথম লেগে এই হারের পর পরিসংখ্যানের পাতায় তাকিয়ে বিদায়ের চোখ রাঙানি পাচ্ছে ফরাসি ক্লাবটি। অথচ এমবাপ্পে কি না ম্যাচ শেষে বলেছেন, ‘দলের প্রত্যেককে ফিট থাকার পাশাপাশি ভালো ঘুম ও খেতে হবে।

পিএসজি তারকা নিশ্চয়ই ফিরতি লেগে তাকিয়ে এমন কথা বলেছেন। ৮ মার্চ বায়ার্নের মাঠে ফিরতি লেগ। কোয়ার্টার ফাইনালে উঠতে বাঁচামরার এই লড়াইয়ে সবাইকে ফিট ও ফুরফুরে মেজাতে পেতে এমবাপ্পের বলা কথাটির ভুল ধরা যায় না। তবে পরিসংখ্যান বলছে অন্য কথা। পরিসংখ্যান বলছে, এই যে ইউরোপিয়ান প্রতিযোগিতার কোনো ধাপে পিএসজি ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচেই হারল, তাতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে! কীভাবে সেই গল্পই বলা যাক।

ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা ‘মিস্টার চিপ (অ্যালেক্সিস)’ টুইটে জানিয়েছেন, ইউরোপিয়ান প্রতিযোগিতার কোনো ধাপে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে হারের পর পিএসজি কখনোই পরের ধাপে উত্তীর্ণ হতে পারেনি। এর আগে ইউরোপিয়ান প্রতিযোগিতার বিভিন্ন ধাপে ৬ বার ঘরের মাঠে প্রথম ম্যাচ হারের পর প্রতিবারই বিদায় নিয়েছে পিএসজি।

২০২০-২১ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল মনে আছে? পিএসজির ঘরের মাঠে পার্ক দে প্রিন্সেসে প্রথম লেগ ২-১ গোলে জিতেছিল ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগও ২-০ গোলে জিতে সিটিই উঠেছিল ফাইনালে। আরেকটু পিছিয়ে ২০১৪-১৫ চ্যাম্পিয়নস লিগে তাকানো যাক। সেবার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল পিএসজি। সেবার পার্ক দে প্রিন্সেসে প্রথম লেগে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হারের পর ফিরতি লেগেও ২-০ গোলে হেরেছিল ফরাসি ক্লাবটি।

image

Leave Your Comments