৩১ বছর বয়সী ওয়েবস্টার সর্বশেষ মৌসুমে (২০২৩-২৪) শেফিল্ড শিল্ডে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান। ৫৮.৬২ গড়ে ৯৩৮ রান করা ডানহাতি ব্যাটসম্যান ২৯.৩০ গড়ে নিয়েছিলেন ৩০টি উইকেটও। শেফিল্ড শিল্ড ইতিহাসে ওয়েবস্টারের এক এক মৌসুমে ৯০০ রান ও ৩০ উইকেটের ‘ডাবল’ ছিল মাত্র একজনেরই। সেই একজনের নাম স্যার গারফিল্ড সোবার্স। সর্বকালের সেরা অলরাউন্ডারের তকমাটা তো ক্যারিবীয় কিংবদন্তির জন্যই বরাদ্দ। চলতি মৌসুমে শেফিল্ড শিল্ডে চার ম্যাচে ৫০.৫০ গড়ে ৩০৩ রান ওয়েবস্টার উইকেট পেয়েছেন ৯টি।
পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজের চার ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার এগিয়ে আছে ২-১ ব্যবধানে। সিডনিতে শেষ টেস্টটাও জিতলে সিরিজ জয়ের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাও নিশ্চিত করে ফেলবে অস্ট্রেলিয়া।
একাদশ জানাতে গিয়ে কামিন্স বলেন, ‘মিচি (মার্শ) তো প্রত্যাশা মতো রান কিংবা উইকেট, কিছুই পেল না। আমাদের মনে হয়েছে তার একটু বিশ্রাম নিয়ে তরতাজা হওয়ার সময় হয়েছে। বো (ওয়েবস্টার) দলে এসেছে, ওর সময়টা দারুণ যাচ্ছে। মিচের জন্য ব্যাপারটা দুঃখজনক কারণ আমরা জানি সে দলের জন্য কতটা কী করতে পারে। তবে আমাদের মনে হয়েছে বোকে সুযোগ দেওয়ার এটাই সময়।’