টি-টোয়েন্টি ম্যাচে একাই ৭ উইকেট। তাসকিন আহমেদের তোপের মুখে পড়লো ঢাকার ব্যাটাররা। এরপর এনামুল হক বিজয় ও রায়ার্ন বার্লের ঝড়ো ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে আসরের প্রথম জয় পেলো দূর্বার রাজশাহী।
আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ৭ উইকেটে হারায় রাজশাহী। আগে ব্যাটিং করে ১৭৪ রান করে ঢাকা। একাই ৭ উইকেট নেন তাসকিন। জবাবে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা। বিজয় ৭৩ ও রায়ান করেন ৫৫ রান। আসরে ২ ম্যাচে রাজশাহীর এটা প্রথম জয়।