জাতীয় দলে আর খেলছেন না তামিম ইকবাল?

Date: 2025-01-04
news-banner
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জাতীয় দলে নেই এক বছরেরও বেশি সময় ধরে। টি-টোয়েন্টিকে বিদায় জানালেও টেস্ট কিংবা ওয়ানডে ক্রিকেট থেকে এখনও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি টাইগার এই ওপেনার। তবে পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদির এক ভিডিওতে তামিমকে বলতে শোনা যায় তিনি জাতীয় দল থেকে ইতিমধ্যে অবসর নিয়ে ফেলেছেন। তামিমের এমন কথায় চোখ কপালে উঠেছে নেটিজেনদের। 

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) একাদশতম আসরে চিটাগং কিংসের মেন্টর হয়ে এসেছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তাকে নিয়মিত দেখা যাচ্ছে নিজ দলের ডাগ আউটে। শুক্রবার ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের নিমন্ত্রণ পেয়ে দলটির হোটেলে যান আফ্রিদি। সেখানে গিয়ে তিনি তামিম, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ ও তার জামাতা শাহীন আফ্রিদির সঙ্গে দেখা করেন। অবসরের পর নিজের ইউটিউব চ্যানেলে ভ্লগ প্রকাশ করে আসছেন অনেক আগে থেকেই। তেমন এক ভিডিও সেদিনও শ্যুট করেন আফ্রিদি। সেখানে একসঙ্গে আড্ডা দেবার পাশাপাশি সবাইকে খাবার খেতে দেখা যায়। আড্ডার এক ফাঁকে তামিমকে প্রশ্ন করে বসেন আফ্রিদি, ‘তামিম আপ বিলকুল রিটারার্ড? খাতাম (তামিম তুমি একেবারে অবসর নিয়ে নিয়েছো)?’ পাশেই চেয়ারে বসে ব্যাট নাড়াচাড়া করছিলেন তামিম। জবাবে বলেন, ‘ন্যাশনাল টিম সে (জাতীয় দল থেকে)।’ আফ্রিদির ভিডিওতে তামিমের এমন কথা শুনে বিস্মিত নেটিজেনরা। কেননা তিনি এখন অবধি শুধুমাত্র ২০ ওভারের সংস্করণের ক্রিকেটের থেকে অবসরের কথা জানিয়েছেন।

অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২৩ -এর ২৩শে সেপ্টেম্বর ঘরের মাঠে টাইগার দলের হয়ে শেষ ওয়ানডে খেলেন তামিম ইকবাল। এরপর থেকে তাকে জাতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে আর দেখা যায়নি। গুঞ্জন চলছিলো আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফিরবেন দেশের ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদ কিছুদিন আগে বলেছেন, চ্যাম্পিয়নস ট্রফির জন্য তামিম ও সাকিব আল হাসানকে পাওয়া যাবে। তবে টাইগার ওপেনারের এমন চাঞ্চল্যকর মন্তব্যে সামনে কি হতে যাচ্ছে তা দর্শকরা কেবল অনুমানই করতে পারে। ভিডিওতে অবসরের কথা বলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীও। আফ্রিদির একই প্রশ্নের জবাবে তিনি জানান, চ্যাম্পিয়নস ট্রফির পর একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন। এরপর শুধু ট-টোয়েন্টিই খেলবেন। এ নিয়ে আপত্তি জানিয়ে চিটাগং কিংসের মেন্টর বলেন, ‘তুমি তো এখনও তরুণ। খেলতে থাকো। অবসরের কী দরকার। এখনও তো ভালো খেলছো।’ এক পর্যায়ে তামিম আফ্রিদিকে তার রাজনীতিতে আসার ইচ্ছা সম্পর্কে জিজ্ঞেস করেন। আফ্রিদির উত্তর শুনে সবাই একসঙ্গে হেসে ওঠেন। তিনি বলেন, ‘তোমাদের অবস্থা দেখে আমার আর ইচ্ছে নেই।’ পরবর্তীতে আফ্রিদিকে স্বপরিবারে নিজের বাসায় খাবার জন্য আমন্ত্রণ জানান তামিম। 
আগামী ১৯শে ফেব্রুয়ারি পাকিস্তানে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। এবারের চ্যাম্পিয়নস ট্রফি হবে হাইব্রিড মডেলে। ভারতের সবগুলো ম্যাচ মাঠে গড়াবে দুবাইয়ে।
image

Leave Your Comments