লিভারপুলে মোহাম্মাদ সালাহর এটাই শেষ বছর

Date: 2025-01-04
news-banner
লিভারপুলে এটাই তার শেষ বছর হবে বলে মন্তব্য করেছেন মোহাম্মাদ সালাহ। চলতি বছরে লিভারপুলের সাথে নতুন চুক্তির বিষয়ে শুক্রবার স্কাই স্পোর্টসকে মিশরীয় এ ফরোয়ার্ড এমন কথাই জানান।   
ইএসপিএনের তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরে সালাহর সঙ্গে লিভারপুলের নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে। কিন্তু শুক্রবার সালাহ বলেন, সেই আলোচনাকে চুক্তিতে রূপ দিতে দুই পক্ষই এখনো বেশ দূরে অবস্থান করছে। স্কাই স্পোর্টসের পক্ষ থেকে সালাহর কাছে জানতে চাওয়া হয়েছিল, অ্যানফিল্ডে এটাই তার শেষ মৌসুম কি না। সালাহ জানান, ‘এখন পর্যন্ত? হ্যাঁ। গত ছয় মাসে চুক্তি নিয়ে কোনো উন্নতি হয়নি। আমরা চুক্তি থেকে অনেক দূরে রয়েছি। সুতরাং, আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।’    ইতিমধ্যেই মিশরীয় এ  ফরোয়ার্ড তার চুক্তির শেষ ছয় মাসে প্রবেশ করেছে এবং আসন্ন গ্রীষ্মে লিভারপুলে তার মেয়াদ শেষ হবে।    
৩২ বছর বয়সী মোহাম্মাদ সালাহ  ২০১৭ সালে রোমা থেকে  লিভারপুলে যোগ দিয়েছিলেন। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ,  চ্যাম্পিয়নস লীগ, ইংলিশ লীগ কাপে অলরেডদের হয়ে মোট ২০টি গোল করেন সালাহ । 
image

Leave Your Comments