রোজা আহমেদ নিউইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। দুই বছরের বেশি সময় তিনি যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। পাশাপাশি তিনি মেকআপ নিয়ে শিক্ষা দেন। সেগুলো প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে
ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে তাঁর স্বনাম রয়েছে। তাঁর নিজ নামে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান রয়েছে। এর ফেসবুক অনুসারী প্রায় ১০ লাখ। রোজা আহমেদের ইনস্টাগ্রাম থেকে জানা যায়, রোজা করোনার পর থেকে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়েই তিনি থাকতে চান। তবে দেশেও মেকআপ নিয়ে কাজ করার ইচ্ছা আছে।
বরিশালের মেয়ে রোজা। এর আগে তিনি ইনস্টাগ্রামে জানিয়েছিলেন,বরিশাল থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার গল্পটা সহজ ছিল না। দুই বছর আগে তিনি তরুণ উদ্যোক্তা হিসেবে ‘মর্যাদাপূর্ণ নারী উদ্যোক্তা পুরস্কার-২০২৩’ পান।