বিপিএল নিয়ে শঙ্কা ও ভয়ের কারণ ক্রিকেটারদের পারিশ্রমিক

Date: 2025-01-05
news-banner
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ঢাকার প্রথম পর্ব শুরুর আগে শঙ্কা ছিল শেরেবাংলা মাঠের উইকেটে রান হবে তো! তবে শঙ্কা উবে গেছে। দুই সেঞ্চুরি, আর দুইশ’র বেশি ইনিংসের ম্যাচ নিয়ে বিপিএল এর শুরুটা হয়েছে জমজমাট। আসরের মাসকট ডানা-৩৬ ঘুরে বেরিয়েছে উৎসবমুখর গ্যারিতে। এবার মিশন সিলেট। ১১তম বিপিএলের দ্বিতীয় পর্ব। রান না হওয়া নিয়ে অতীতের বিপিএলগুলোর সমালোচনা ছাড়িয়ে এবারের বিপিএলে রীতিমতো রান উৎসব হচ্ছে। অন্যদিকে চার-ছক্কার বিপিএলে বোলাররাও সফল হচ্ছেন। দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ বিপিএলের ইতিহাসে করেছেন সেরা বোলিং রেকর্ড। এক কথায় সব মিলিয়ে ব্যাট-বলে জমে ওঠা বিপিএল এবার কাঁপাবে চায়ের শহর সিলেট। তবে বিপিএল নিয়ে আরেক শঙ্কা ও ভয়ের কারণ ক্রিকেটারদের পারিশ্রমিক। এবারও ফ্যাঞ্চাজিগুলো এখন পর্যন্ত টুর্নামেন্ট শুরুর আগে যে পঁচিশ শতাংশ টাকা পরিশোধ করার কথা ছিল তা দেয়নি। দুই একটি দল কিছু কিছু ক্রিকেটারদের পরিশোধ করলেও নিয়ম এবার রক্ষা করতে পারেনি তারা। এমনকি ফরচুন বরিশাল ছাড়া কোনো দলই এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিলের বেঁধে দেয়া সময়ের মধ্যে তা জমা দিতে পারেনি। মাঠের খেলা নিয়ে খুশি হলেও এ নিয়ে বিপিএল কর্তাদের কপালেও পড়ছে চিন্তার ভাজ! এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচীব নাজমুল আবেদিন ফাহিম দৈনিক মানজমিনকে বলেন, ‘মাঠের খেলা দারুণ হচ্ছে এতে আমরা দারুণ খুশি। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে যা হচ্ছে তা দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। নয় তো এই বিষয়গুলো মাঠের ক্রিকেটে প্রভাব ফেলবে।’ একাডেমি মাঠে এবারের বিপিএলের সবগুলো দলই অনুশীলন করে। সেখানেও ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক নিয়ে চিন্তার কথা প্রকাশ করে। মাঠের খেলাটা ভালো হলেও বিষয়টি প্রতিবারের মতো এবারও প্রভাব ফেলছে। এ বিষয়ে ফাহিম বলেন, ‘এটা সত্যি যে এবার আমরা নতুন ফ্র্যাঞ্চাজিগুলোর খোঁজ খবর খুব একটা নিতে পারিনি। তবে আমাদের বিসিবি সভাপতির সঙ্গে সবগুলো দলের মালিকদের সঙ্গে যোগাযোগ আছে তাদেরকে আমরা বারবারই জানাচ্ছি। আশা করি তারা এই সমস্যার সমাধান দ্রুত করবে। নয়তো মাঠে যেমন খেলছে ক্রিকেটাররা সেটিতে বিষয়গুলো প্রভাব ফেলতে পারে। যারা মালিক তাদের বুঝতে হবে তারা যেন বিপিএলটা সহজে করতে পারে। বিসিবি তাদের সব রকম সাহায্য করছে। এবারের পর থেকে আমরা অবশ্য দলগুলোর মালিকদের সক্ষমতা দেখেই তাদের ফ্র্যাঞ্চাইজি দেবো। 
image

Leave Your Comments