কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব!

Date: 2025-01-06
news-banner
টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, শেষ টেস্ট খেলতে চেয়েও সুযোগ পাননি। ফলে লাল বলেও তার ক্যারিয়ার শেষ বললেই চলে। আগামী মাসে চ্যাম্পিয়নস ট্রফি খেলে ছাড়তে চান ওয়ানডে। সেখানেও তার খেলা নিয়ে আছে শঙ্কা। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে যাওয়া সাকিব আল হাসানের এবার জায়গা হচ্ছে না বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে। 
গত সেপ্টেম্বরে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নামেন সাকিব। কানপুরে সিরিজের শেষ টেস্টে জানান, মিরপুরে খেলতে চান ক্যারিয়ারের শেষ টেস্ট। তবে বিক্ষোভের মুখে দেশেই ফিরতে পারেননি তিনি। একই সংবাদ সম্মেলনে জানান, টি-টোয়েন্টিতে ইতিমধ্যে শেষ ম্যাচ খেলে ফেলেছেন আর চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে তিনি বিদায় জানাতে চান আন্তর্জাতিক ক্রিকেটকে। কানপুর টেস্টই অঘোষিতভাবে সাকিবের শেষ ম্যাচ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি সাকিব শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেনও, তাতেও তার আন্তর্জাতিক ক্যারিয়ার বাকি থাকছে মাত্র ২ মাসের একটু বেশি। একে তো দেশেই ফিরতে পারছেন না, সাকিবকে নিয়ে অস্বস্তি আছে অন্তর্বর্তীকালীন সরকারেও। পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন, ছাত্র-জনতার আন্দোলনেও কোনো সমর্থন দেননি। জনমনেও তাকে নিয়ে আছে ক্ষোভ। সবমিলিয়ে আসন্ন কেন্দ্রীয় চুক্তিতে তার না থাকার সম্ভাবনাই বেশি। 
সাকিব যদি চুক্তিতে না থাকেন, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর প্রথমবার এমন অভিজ্ঞতা হবে তার। সাকিবের মতো মাহমুদউল্লাহ রিয়াদেরও এবার চুক্তিতে থাকার সম্ভাবনা কম। রিয়াদও ইতিমধ্যে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। ঘোষণা না দিলেও চ্যাম্পিয়নস ট্রফির পর তার ওয়ানডেতেও বিদায় নেওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে তাকেও চুক্তিতে বিবেচনা নাও করতে পারে বিসিবি। তবে এক্ষেত্রে রিয়াদের সঙ্গে কথা বলবে বোর্ড। রিয়াদের ব্যাপারে সূত্র জানায়, ‘আমরা রিয়াদের ব্যাপারে স্পষ্ট কিছু জানি না। তবে এ ব্যাপারে ওর সঙ্গে কথা বলা হবে।’ 
কেন্দ্রীয় চুক্তি এ সপ্তাহের মধ্যে প্রকাশ করতে পারে বিসিবি। গত বছরের মতো এবারও ২৪জন খেলোয়াড় থাকছেন চুক্তিতে। সাকিব-রিয়াদের মতো আরও কয়েকজন বাদ পড়তে পারেন। আবার রিশাদ হোসেন, নাহিদ রানা, জাকের আলীর মতো ক্রিকেটাররা নতুন করে ঢুকতে পারেন। এছাড়া ফিরতে পারেন সৌম্য সরকার, শামীম হোসেন পাটোয়ারিরা। আর বাঁহাতি পেসার শরিফুল ইসলাম বাদ পড়তে পারেন টেস্টের চুক্তি থেকে। গত বছর টেস্টের চুক্তি থেকে সরিয়ে নেওয়া তাসকিন আহমেদ ফিরতে পারেন তিন ফরম্যাটে। জাকের আলী অনিকও থাকছেন তিন ফরম্যাটেই। এ দফায়ও তিন ফরম্যাটে টিকে যেতে পারেন নাজমুল হোসেন শান্ত আর লিটন কুমার দাস। নাহিদ রানা আছেন টেস্ট আর ওয়ানডের বিবেচনায়। এবার কেন্দ্রীয় চুক্তিতে বেতনও বাড়তে পারে ক্রিকেটারদের।
image

Leave Your Comments